দেশজুড়ে

হিলি সীমান্তে ৮৫ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

দিনাজপুরের হিলি সীমান্তে অবৈধ ভারতীয়  প্রায় ৮৫ লক্ষ ২১ হাজার টাকার পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। সোমবার সকাল সাড়ে আটটার টার দিকে এ পণ্য আটক করা হয়।আটককৃত পণ্যের মধ্যে রয়েছে- ৫২ বোতল ফেন্সিডিল, অ্যামপোল ইনজেকশন ৩৩০ পিচ, যৌন উত্তেজক ট্যাবলেট ৪০ হাজার ৩২০ পিচ, গরু মোটাতাজা করন ট্যাবলেট সেনেগ্রা ১৫ হাজার ৪৮০ পিচ, উন্নত মানের ভারতীয় শাড়ি ২৮ পিচ এবং পটেটো ৬১০ প্যাকেট।বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার আতাহার আলী জানান,  সোমবার সকাল সাড়ে আটটার দিকে এক দল চোরাকারবারি  সীমান্ত অতিক্রম করে ভারতীয় পণ্য গুলো নিয়ে উপজেলার বৈগ্রাম মাঠে প্রবেশ করলে আগে থেকেই ওৎ পেতে থাকা ক্যাম্পের টহল দলের কমান্ডার নায়েক আশরাফ হোসেন সঙ্গীয় বিজিবির সদস্যদেও সহায়তায় উক্ত পণ্য গুলো আটক করে ক্যাম্পে নিয়ে আসে।অপর দিকে একই সময় হিলি চুড়িপট্টি এলাকায় চোরাচালান প্রতিরোধ এক অভিযান পরিচালনা করে হিলি বাসুদেবপুর গ্রামের জাকির হোসেনের ছেলে জনিকে (১৮) অবৈধ ভারতীয় ফেন্সিডিল ও অ্যাম্পোল সহ আটক করেন।

Advertisement