প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালেদা জিয়ার সঙ্গে গোপালগঞ্জে নির্বাচন করার চ্যালেঞ্জ জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে যুবদল আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অষ্টম কারামুক্তি দিবস শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ চ্যালেঞ্জের কথা জানান।গয়েশ্বর চন্দ্র রায় বলেছন, যদি আপনার সাহস থাকে তাহলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে গোপালগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করুন। আর সেই নির্বাচনে দেখা যাবে কার জনপ্রিয়তা সবচেয়ে বেশী।তিনি আরো বলেন, নির্বাচনে জয়লাভ করার মতো জনপ্রিয়তা শেখ হাসিনা সরকারের নেই। যদি জয়লাভ করার মতো জনপ্রিয়তা থাকতো তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে শেখ হাসিনা নির্বাচন দিতে ভয় পেতেন না। আর আওয়ামী লীগ এটাও ভালো করেই জানে নিরপেক্ষ নির্বাচন হলে তারা বিরোধী দলেও থাকতে পারবে না। এই কারণে তাদের ভয়টা আরো বেশী।তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আওয়ামী লীগ নেতাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন মন্তব্য করে গয়েশ্বর বলেন, আওয়ামী লীগের নেতারা বিএনপিকে রাজনৈতিক নেতা শূণ্য করতেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করছে।বিএনপির এই শীর্ষ নেতা বলেন, শেখ হাসিনা ডিজিটাল কাযদায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে রাজনীতিতে আনার চেষ্টা করছেন। কিন্তু সজীব ওয়াজেদ জয়কে দেশের জনগণতো চায়ই না। বরং আওয়ামী লীগের নেতারাও চায় না জয় আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করুক।নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, শুধু স্লোগান দিলেই হবে না। নবম কারামুক্তি দিবসের আগে যাতে তারেক রহমান বাংলাদেশে আসতে পারেন তার পরিবেশ ও পরিস্থিতি আপনাদের তৈরী করতে হবে। সরকারের পক্ষ থেকে আঘাত আসলে তার পাল্টা আঘাত করতে হবে। আর এ জন্য কঠোর ও কঠিনভাবে প্রস্তুতি নিতে হবে।আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এমএম/এএইচ/আরআইপি
Advertisement