আন্তর্জাতিক

মৃতদেহের খোঁজ মিলল ২১ বছর পর

২১ বছর আগে সিয়াচেন হিমশৈলে টহল দেওয়ার সময় নিখোঁজ হয়েছিল এক সেনা। অনেক খোঁজাখুঁজির পরও ওই সেনার কোনও সন্ধান পাওয়া যায়নি। অবশেষে ২১ বছর পর সম্প্রতি ওই সেনার মৃতদেহ উদ্ধার করেছে সেনারা। পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে ২১ বছর ধরে বরফে চাপা পড়ে ছিল ওই সেনার দেহ।মহারাষ্ট্রের  হাবিলদার টি ভি পাটিল। ১৯৯৩ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব পালনরত অবস্থায় বরফের চাঙড় ভেঙে পড়ে যান। ২১ বছর ধরে যে দেহ বরফের মধ্যে যে  চাপা পড়ে ছিল, তার শনাক্তকরণ হল কী করে। পাটিলের পকেটে ছিল ২১ বছর আগে পরিবারের পাওয়া একটা চিঠি। একটি মেডিক্যাল সার্টিফিকেটও মিলেছে তার সঙ্গে।গত আগস্ট মাসে ৯৬ থেকে নিখোঁজ থাকা হাবিলদার গয়া প্রসাদের দেহও উদ্ধার হয় বরফ থেকে। হেলিকপ্টর থেকে রসদ পৌঁছনোর সময় পড়ে যান তিনি। সিয়াচেনে যেখান থেকে দেহ দুটি উদ্ধার হয়েছে সেখানের তাপমাত্রা হিমাঙ্কের ৬০ ডিগ্রি নিচে। সূত্র: জিনিউজ।

Advertisement