বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার মামলায় এখনো অর্ধেক সাক্ষীরই সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের নাছিমা ফেরদৌসীর লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান।আইনমন্ত্রী জানান, ২০০৪ সালের ২১শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা মামলাটি ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ বিচারাধীন দ্রুত বিচার ২৯/২০১১ ও ৩০/২০১১ নং মামলায় মোট চারশ ৯২ সাক্ষীর মধ্যে একশ ৮০ জনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়েছে। ১০৪ নং সাক্ষী জজ মিয়ার আংশিক সাক্ষ্য বিগত বছরের ১৪ অক্টোবর গ্রহণ করা হয়। অতঃপর উক্ত মামলার আসামি উজ্জ্বল ও রতনের বিপক্ষে জজ মিয়ার সাক্ষ্য গ্রহণের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আবেদন করলে উক্ত বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় সাক্ষ্য গ্রহণ স্থগিত আছে। এ মামলার পরবর্তী তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৫।এইচএস/এএইচ/আরআইপি
Advertisement