খেলাধুলা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

শেষ পর্যন্ত ভালোয়-ভালোয় টনটন পর্ব শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল তাদের পরবর্তী ম্যাচ খেলতে এখন নটিংহ্যামে। গতকাল স্থানীয় সময় বিকেল ৫টায় জাতীয় দলের বহর নটিংহ্যামে পৌঁছায়। এখানেই আগামীকাল (২০ জুন) টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

Advertisement

টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় জয়ের পর মাশরাফি বাহিনী এখন বেশ হালকা মেজাজে রয়েছে। দলের সকলের মধ্যেই চাঙা-চাঙা ভাব। ক্যারিবীয়দের বিপক্ষে বড় জয় অস্ট্রেলিয়া ম্যাচের আগে দলের জন্য যেন টনিক হিসেবে কাজ করছে। এদিকে নটিংহ্যামে রাত পার করেই আজ আবার অস্ট্রেলিয়াকে ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নামছে বাংলাদেশ দল। বেলা ২টায় শুরু হবে অনুশীলন। এর আগে, পৌনে ২টায় সংবাদ সম্মেলনে ম্যাচপূর্বক কথা বলতে আসার কথা রয়েছে বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজার।

কিন্তু আবহাওয়ার পূর্বাভাস চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। আগে জানা গিয়েছিল, ম্যাচের আগের দু'দিন নটিংহ্যামে বৃষ্টি হানা দিতে পারে। সে কথাই পুরোটাই মিলে গেছে। গতকাল ১৮ জুন (মঙ্গলবার) নটিংহ্যামে পৌঁছেই বাংলাদেশ দল পায় বৃষ্টির দেখা। সেই চিরাচরিত আকাশ মেঘে ঢাকা আর ঝিরঝিরে বৃষ্টি।

আজ (বুধবার) সকাল থেকেও আকাশ আছে গোমড়া মুখ করে। ইলশেগুঁড়ি বৃষ্টির সঙ্গে হাওয়া বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে আবহাওয়া পূর্বাভাস থেকে। সকাল ৮টায় বৃষ্টি ঝরার সম্ভাবনা ৫০ শতাংশ। আর সকাল ৯ হেকে বেলা ২টা পর্যন্ত এর সম্ভাবনা ৩১ শতাংশ। এ ছাড়াও আকাশ সর্বক্ষণ মেঘাচ্ছন্ন থাকবে।

Advertisement

আগামীকাল ম্যাচের দিনও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে। ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল-দুপুর-বিকেল-সন্ধ্যা আর রাত আকাশের একটা অংশ মেঘাচ্ছন্ন থাকবে। এর মধ্যে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৩১ শতাংশ। এআরবি/এসএস/পিআর