গণমাধ্যম

নবম ওয়েজবোর্ড গঠনের দাবি ডিইউজের

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন করায় সরকারকে অভিনন্দন জানিয়ে অবিলম্বে গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, কর্মচারী ও প্রেস কর্মীদের জন্য নবম ওয়েজবোর্ড গঠনের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। মঙ্গলবার ডিইউজের সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ  এক বিবৃতিতে  এ দাবি জানান। বিবৃতিতে অষ্টম বেতন কাঠামো অনুমোদন করায় সরকারকে অভিনন্দন জানিয়ে তারা বলেন, সরকারের এ পদক্ষেপের ফলে কয়েক লাখ পরিবারে স্বস্তির সুবাতাস বইলেও গণমাধ্যম ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কয়েক কোটি পরিবারের জীবন-জীবিকা আরও দূর্বিসহ হয়ে উঠবে। বিশেষ করে গণমাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের অবস্থা হবে আরও করুন। কেননা, গণমাধ্যম কর্মীদের জন্য সরকার ইতিপূর্বে অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ অনুমোদন করলেও অধিকাংশ গণমাধ্যমের মালিকেরা তা বাস্তবায়ন করেনি। সাংবাদিকদের পক্ষ থেকে বারবার দাবি জানানো সত্ত্বেও সরকারের তরফে তেমন হস্তক্ষেপ বা সহযোগিতা পাওয়া যায় নি। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, বিদ্যমান বাজার পরিস্থিতিতে সরকারি কর্মচারিদের জন্য নতুন বেতন স্কেল ঘোষণা ইতিবাচক হলেও সাংবাদিক ও বেসরকারী চকরিজীবীদের জন্য এ পদক্ষেপে বড় ধরনের বৈষম্যের সৃষ্টি করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে সরকারি ও বেসরকারি চকরিজীবীদের বেতন বৈষম্য দূর এবং সাংবাদিকদের নতুন বেতন কাঠামো ঘোষণার জন্য দ্রুত নবম ওয়েজবোর্ড গঠনের দাবি জানান।এএইচ/আরআইপি

Advertisement