প্রবাস

ইতালিতে বাংলাদেশ ইউনাইটেড সোসাইটির পুনর্মিলন

যতই দূরে থাকি, হৃদয়ে বাংলাদেশ রাখি, এই স্লোগানকে বুকে ধারণ করে নানা আয়োজনের মধ্যে দিয়ে ইতালির পালেরমোতে বাংলাদেশ ইউনাইটেড কালচারাল সোসাইটির ঈদ পুনর্মিলন ও বাংলা বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার লুনা পার্কে খোলা মাঠে অনুষ্ঠিত হয়।

Advertisement

প্রথম পর্বে ভুপেন্দ্র সুত্রধরের উপস্থাপনায় শরীফ আহমেদ দীপুর সভাপতিত্বে মেলা উদ্বোধন করেন কনসুলতা আলামিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র লেওলুকা ওরলান্ড। বক্তব্য দেন চ্যানেল এস সিসিলির প্রতিনিধি আশরাফ জানু, দুর্বার যুব সংঘের সভাপতি বুরহান উদ্দিন।

উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক শেখ আলমগির। বক্তারা হাজার মাইল দূরে থাকলেও আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সম্প্রীতি ঐতিহ্য নিজস্ব সাংস্কৃতিকে বুকে ধারণ করে দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন।

দ্বিতীয় পর্বে হেলাল উদ্দিনের উপস্থাপনায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত পরিবেশন করেন জাকির হোসেন, মুক্তার মিয়া, সালামত মিয়া, পৌষী বৈদ্য, শিশু শিল্পী হিমেল, নুরুল আমীন, জমির আলী প্রমুখ। নৃত্যে ছিলেন লুইসা দেব।

Advertisement

এমআরএম/এমএস