রাজনীতি

জাতীয় পার্টির ৪ দিনব্যাপী বিভাগীয় সাংগঠনিক সভা

চার দিনব্যাপী বিভাগীয় সাংগঠনিক সভা করবে জাতীয় পার্টি। মঙ্গলবার দলটির যুগ্ম-দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান বিষয়টি জানান।

Advertisement

তিনি জানান, আগামী ২৪ থেকে ২৭ জুন বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর মতিঝিল এ.জি.বি কলোনী কমিউনিটি সেন্টারে প্রতিদিন সকাল ১০টায় ওই সাংগঠনিক সভা শুরু হবে। বিভাগীয় সাংগঠনিক সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

বিভাগীয় সাংগঠনিক সভায় স্ব-স্ব বিভাগের জাতীয় পার্টির প্রেসিডিয়াম, সংসদ সদস্য, উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলী, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, যুগ্ম-সম্পাদক মণ্ডলী, কেন্দ্রীয় সদস্য এবং জেলা, উপজেলা, পৌরসভা, মহানগরের থানার সভাপতি/সাধারণ সম্পাদক, আহ্বায়ক/সদস্য সচিবদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা।

২৪ জুন ঢাকা-ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর, গাজীপুর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ মহানগর, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, ময়মনসিংহ, ময়মনসিংহ মহানগর, নেত্রকোণা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল ও নরসিংদীর সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।

Advertisement

২৫ জুন রাজশাহী-রংপুর বিভাগের অন্তর্ভুক্ত রাজশাহী, রাজশাহী মহানগর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর জেলা, রংপুর মহানগর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা ও ঠাকুরগাঁওয়ের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।

২৬ জুন চট্টগ্রাম-সিলেট বিভাগের অন্তর্ভুক্ত চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রাম মহানগর, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা মহানগর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, সিলেট মহানগর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।

২৭ জুন খুলনা-বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত খুলনা, খুলনা মহানগর, নড়াইল, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, বাগেরহাট, মেহেরপুর, সাতক্ষীরা, বরিশাল, বরিশাল মহানগর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।

এইউএ/এনএফ/পিআর

Advertisement