আন্তর্জাতিক

জাপানে বাণিজ্য ও শিল্পমন্ত্রীর পদত্যাগ

রাজনৈতিক তহবিল অপব্যবহারের অভিযোগ ওঠায় জাপানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ইয়োকো ওবুচি পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন।ওবুচির বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে পাওয়া অনুদাননের টাকা অপব্যবহারের অভিযোগ রয়েছে।। গত মাসে জাপানের মন্ত্রিসভা পুনর্গঠনের সময় ওবুচিকে অন্তর্ভুক্ত করেন। ওবুচির এ পদত্যাগ প্রধানমন্ত্রী আবের জন্য একটি বড় ধাক্কা। কারণ তিনিই তার মন্ত্রিসভায় বেশ কয়েকজন নারীকে অন্তর্ভুক্ত করেছিলেন।তবে গত সপ্তাহে খবর পাওয়া যায়, রাজনৈতিক তহবিলের ১০ হাজারে বেশি ডলার দিয়ে শপিং করেছেন। এছাড়া টোকিও সফরের সময় আরও ১০ হাজারের বেশি ডলার খরচ করেছেন। সূত্র: বিবিসি।

Advertisement