কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশু হত্যার দায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত। মঙ্গলবার এ আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আবদুল আউয়াল।আদালত ও মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৪ মে শিশু গোবিন্দ চন্দ্র বণিক (৬) ব্রাহ্মণপাড়া বাজারে পান কিনতে গিয়ে আর বাড়িতে ফিরে না আসায় এলাকায় মাইকিং করে তার পরিবার। পরদিন অনেক খোঁজাখুঁজির পর মোশারফ হোসেন খান কলেজের পাশে সুরুজ মিয়ার ধান ক্ষেতে গোবিন্দ বণিকের মরদেহ পাওয়া যায়। পরবর্তীতে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে শিশু গোবিন্দ চন্দ্র বণিককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া সদরের মৃত বীরেন্দ্র চন্দ্র বণিকের দুই ছেলে নেপাল চন্দ্র বণিক ও অমর চন্দ্র বণিক, নেপাল চন্দ্র বণিকের ছেলে রাজীব চন্দ্র বণিকসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ওই দিনই ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত গোবিন্দ বণিকের বাবা নান্টু চন্দ্র বণিক। এ মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, অতিরিক্ত পিপি অ্যাড. রাজ্জাকুল ইসলাম ও অ্যাড. আবুল কালাম আদাজ। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. কাজী মো. আবুল ফজল ও অ্যাড. মো. মফিজুল ইসলাম। কামাল উদ্দিন/এসএস/পিআর
Advertisement