বিনোদন

রাজনীতিবিদদের প্রযোজনায় আসা সিনেমার জন্য ভালো : বুবলী

“সিনেমার পাশে রাজনীতিবিদরাও আসছেন, এটা একটা ভালো ব্যাপার। দেশ মাল্টি মিডিয়ার কর্ণধার যুবলীগ নেতা এনামুল হক আরমান। আমাদের নতুন ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটির প্রযোজনা করছেন। ছবিটির সার্বিক তত্ত্বাবধানে আছেন আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ভাই। তাদের সিনেমায় সম্পৃক্ততা, সিনেমায় সুফল বয়ে আনবে।”

Advertisement

সোমবার (১৭ জুন) ঢাকা ক্লাবে ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটির মহরত অনুষ্ঠানে এ কথা বলেন নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। তিনি বলেন, ছবিটির নামের মধ্যেই মাটির গন্ধ আছে। এখানে নতুন ব‌ুবলীকে দেখতে পাবেন দর্শক।

ছবিটিতে বুবলীর নায়ক শাকিব খান। তাকে নিয়ে বুবলী বলেন, ‘শাকিব খান চাইলে শুধু অভিনয় করে যেতে পারেন। কিন্তু উনি সিনেমাকে ভালোবাসেন বলে সিনেমার দুর্দিনেও সিনেমা প্রযোজনা করেছেন। উনি এই সিনেমায় আমার সহ-অভিনেতা হিসেবে আছেন। আরও আছেন মিশা সওদাগর ভাই। এটুকু বলতে পারি, ছবিটি দেখে দর্শক বলবেন মনের মতো একটা ছবি পাইলাম।’

সোমবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্যপ্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ।

Advertisement

উপস্থিত ছিলেন নির্মাতা জাকির হোসেন রাজু, ছবির নায়ক শাকিব খান। শাকিব খান ও বুবলী শুভকামনা জানাতে মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সোহানুর রহমান সোহান, চিত্রনায়িকা অঞ্জনা প্রমুখ।

এমএবি/আরএস/জেআইএম