বগুড়া শহরের চেলাপাড়ার মধুবন হল এলাকার চক্ষু চিকিৎসক বিপুল চন্দ্র সরকারের চেম্বারের ভেতর থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে।
Advertisement
একই সঙ্গে চেম্বারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ওই চিকিৎসককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বগুড়ার ড্রাগ সুপার আহসান হাবীব বলেন, বগুড়ার শহরতলীর চেলোপাড়া এলাকায় বিপুল চন্দ্র সরকার চোখের চিকিৎসা করান। তার কাছে গিয়ে সাধারণ রোগীরা মাঝেমধ্যে হয়রানির শিকার হন। এমনকি অনুমোদনহীন লাইসেন্স দিয়ে চলছে তার প্রতিষ্ঠান। এসব সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পুলিশকে সঙ্গে নিয়ে চিকিৎসক বিপুল চন্দ্র সরকারের চেম্বারে অভিযান পরিচালনা করেন। সেখান থেকে কার্টনভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। সেই সঙ্গে কিছু চোখের লেন্সও জব্দ করা হয়। এ ঘটনায় চিকিৎসক বিপুল চন্দ্র সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন।
এ ব্যাপারে জানতে চক্ষু চিকিৎসক বিপুল চন্দ্র সরকারের মোবাইলে বারবার কল দেয়া হলেও রিসিভ করেননি তিনি।
Advertisement
লিমন বাসার/এএম/জেআইএম