খেলাধুলা

পাকিস্তানে বাংলাদেশের নিরাপত্তা পরিদর্শক দল

বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চার সদস্যের পরিদর্শক দল গত শনিবার পাকিস্তান গেছে। করাচি ও লাহোর এই দুটি শহরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখবে পরিদর্শক দল। এ সফরে নিরাপত্তা দলটি মাঠ, ড্রেসিংরুম, ডাইনিং রুম, জিমনেশিয়াম, হোটেল পরিদর্শন করবেন। তারা। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানের নিরাপত্তা ব্যবস্থাও পযবেক্ষণ করবেন তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিকিউরিটি অ্যাডভাইজর কর্ণেল (অবসরপ্রাপ্ত) আজম এবং সিনিয়র ম্যানেজার আরশাদ খান বাংলাদেশের দলটিকে নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন দিক তুলে ধরবেন। দেশে ফিরে নিরাপত্তা পরিদর্শক দলটির প্রতিবেদনের ওপর বাংলাদেশের নারী ক্রিকেটারদের পাকিস্তান সফরের ভাগ্য নির্ধারণ হবে। সবুজ সংকেত পেলে সেপ্টেম্বরের ২৭ থেকে অক্টোবরের ৮ তারিখ পর্যন্ত পাকিন্তান সফর করবে সালমাবাহিনী। এ সময়ে তিনটি টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার কথা রয়েছে দলটির।এমআর/পিআর

Advertisement