বাংলাদেশি শিশুদের শিক্ষাগ্রহণকে আনন্দদায়ক ও উপভোগ্য করার একটি জনপ্রিয় উদ্যোগ সিসিমপুর। বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলার ৫২টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পঠনভিত্তিক ভাষাদক্ষতা ও অত্যাবশ্যকীয় জীবন দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের আওতায় ‘সিসিমপুর’ জাতীয় ও আন্তর্জাতিক দিবস নিয়মিত উদযাপন করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নরসিংদীর রায়পুরা রাজিউদ্দিন আহমেদ রাজু মিলনায়তনে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৫’ উদযাপনের বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সাজেদা সুলতানা, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ কামাল, রায়পুরা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ রানা, ইউএসএআইডি বাংলাদেশের সিনিয়র শিক্ষা ও পুষ্টি উপদেষ্টা ইভেট মেলসিওন এবং কমিউনিকেশন স্পেশালিস্ট লিন্ডা দাশ কমর। আরো উপস্থিত ছিলেন সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. আনোয়ার হোসেন এবং প্রোগ্রাম ডিরেক্টর শান্তিময় চাকমা। এবারের এ অনুষ্ঠানে শিশুরা মজার মজার বই পড়েছে, খেলেছে আর সিসিমপুরের জনপ্রিয় চরিত্র বাহাদুর ও আশা শিশুদেরকে মজার মজার বই পড়ে শুনিয়েছে। শিশুদের সঙ্গে সরাসরি নেচে-গেয়ে সিসিমপুরের জনপ্রিয় মাপেট হালুম, টুকটুকি ও ইকরি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করেছে।২০০৪ সালে ইউএসএআইডি বাংলাদেশের অর্থায়নে সিসিমপুরের পথচলা শুরু। নিউইয়র্কভিত্তিক সিসেমি স্ট্রিট নামক শিক্ষামূলক কার্যক্রম বাংলাদেশে পরিচালনা করছে সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ। টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি সিসিমপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও সিসিমপুর প্রতিনিয়ত নানা ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রচারণা ও সচেতনতা বৃদ্ধিতে প্রত্যক্ষ ভুমিকা রাখছে। ‘সিসিমপুর’ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বিটিভিতে প্রতি শুক্রবার সকাল ১০টা ৫ মিনিট, শনিবার সকাল ৯টা, মঙ্গলবার বিকাল ৫টা ৩০ মিনিট ও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০মিনিটে এবং আরটিভিতে প্রতি শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিট এবং প্রতি সোম ও বুধবার বিকাল ৫টায়। এলএ/আরআইপি
Advertisement