কাউন্টি গ্রাউন্ড টনটনে বাঁচা-মরার লড়াইয়ে আজ (সোমবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। আন্তর্জাতিক ওয়ানডেতে দু'দলের সবশেষ ৯ দেখায় বাংলাদেশ ঢের এগিয়ে থাকলেও, বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো সফলতা বলতে কিছুই নেই টাইগারদের। উল্টো বিশ্বকাপে সবচেয়ে কম ৫৮ রানে অলআউট হওয়ার রেকর্ড এই ক্যারিবীয়ানদের বিপক্ষেই।
Advertisement
পরিসংখ্যান লাল-সবুজের প্রতিনিধিদের তাই একটু ভয় ধরিয়েই দিতে পারে। তবে ম্যাচ যেহেতু বাঁচা-মরার আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক ফর্মও কথা বলছে বাংলাদেশের হয়ে। সুতরাং, গেইল-হোপদের ছেড়ে কথা বলবে না তামিম-সাকিবরাও।
চলুন এবার এক নজরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি লড়াইয়ে বেশ কিছু পরিসংখ্যান জেনে নেয়া যাক :
১. ওয়ানডেতে ৩৭ দেখায় বাংলাদেশের জয় ১৪ ম্যাচে আর ওয়েস্ট ইন্ডিজের ২১। বাকি ২ ম্যাচে ফল হয়নি।
Advertisement
২. বিশ্বকাপে ৪ দেখায় ৩ জয় ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশের নেই একটিতেও। বাকি ম্যাচটি হয় পরিত্যক্ত।
৩. সর্বোচ্চ দলীয় সংগ্রহ : বাংলাদেশ ৩০১/৬, সেন্ট কিটস, ২০১৮ ওয়েস্ট ইন্ডিজ ৩৩৮/৭, সেন্ট কিটস, ২০১৪
৪. দলীয় সর্বনিম্ন সংগ্রহ : বাংলাদেশ ৫৮/১০, মিরপুর, ২০১১ ওয়েস্ট ইন্ডিজ ৬১/১০, চট্টগ্রাম, ২০১১
৫. বড় ব্যবধানে জয় : বাংলাদেশ ১৬০ রান, ৮ উইকেট ওয়েস্ট ইন্ডিজ ১৭৭ রান, ১০ উইকেট
Advertisement
৬. সবচেয়ে বেশি রান : তামিম ইকবাল (বাংলাদেশ)- ৮৮৫ রান শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)- ৬৬২ রান
৭. ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস : তামিম ইকবাল (বাংলাদেশ)- ১৩০* রান দীনেশ রামদিন (ওয়েস্ট ইন্ডিজ)- ১৬৯ রান
৮. সর্বোচ্চ সেঞ্চুরি : তামিম ইকবাল ও এনামুল হক জুনিয়র (বাংলাদেশ)- ২টি শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)- ৩টি
৯. সর্বোচ্চ ছক্কা : মুশফিকুর রহীম (বাংলাদেশ)- ১৩টি ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ২০টি
১০. সবচেয়ে বেশি উইকেট : মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ)- ৩০ উইকেট কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজ)- ৩০ উইকেট
১১. সেরা বোলিং : তাপস বৈশ্য, সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৪/১৬ মারভিন ডিলন (ওয়েস্ট ইন্ডিজ)- ৫/২৯
১২. সবচেয়ে বেশি ডিসমিসাল : মুশফিকুর রহীম (বাংলাদেশ)- ২৯টি রিডলই জ্যাকবস (ওয়েস্ট ইন্ডিজ)- ২০টি
এসএস/পিআর