রাষ্ট্রপতি আবদুল হামিদ তাজিকিস্তানে ‘কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়ার (সিআইসিএ)’ পঞ্চম সম্মেলনে যোগদান শেষে উজবেকিস্তানের রাজধানী বুখারায় পৌঁছেছেন।
Advertisement
উজবেকিস্তান এয়ারফোর্সের একটি বিশেষ ফ্লাইট রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে রোববার স্থানীয় সময় ১২টা ২০ মিনিটে তাজিকিস্তানের দুশানবে আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
রাষ্ট্রপতি তাজিকিস্তান ও উজবেকিস্তানে ৭ দিনের সরকারি সফরে রয়েছেন।
রাষ্ট্রপতির সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- তার স্ত্রী রাশিদা খানম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজোয়ান আহম্মদ তৌফিক।
Advertisement
এর আগে রাষ্ট্রপতি ও সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট গত বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় দুশানবের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। রাষ্ট্রপতি ১৯ জুন দেশে ফিরবেন।
সূত্র : ইউএনবি
জেডএ/পিআর
Advertisement