যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ১১৩ কিমি পশ্চিমে ডিবকোট বি পাওয়ার স্টেশনে ভয়াবহ আগুনের সঙ্গে লড়াই করছেন দমকল কর্মীরা। রোববার গভীর রাতে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ কোম্পানি আরডব্লিউই’র এক মুখপাত্র।ঘটনাস্থলে দমকলের ২৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। আগুনে কেউ আহত হননি এবং আগুন নিয়ন্ত্রণে আছে বলে দাবী করেছেন আরডব্লিউই’র ওই মুখপাত্র।কেন্দ্রটিতে গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হতো। কেন্দ্রটির একটি শীতলীকরণ টাওয়ারে আগুনের সূত্রপাত হয়ে তা ছড়িয়ে পড়ে বলে অক্সফোর্ডশায়ার ফায়ার এন্ড রেসক্যু’র বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
Advertisement