খেলাধুলা

বাংলাদেশকে বড় হুমকি দিয়ে রাখলেন উইন্ডিজ অধিনায়ক

এক প্রকার দাপটের সঙ্গে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের এমন পারফরমেন্সের বিশ্বকাপে তাদের নিয়ে আবার নতুনভাবে ভাবতে শুরু করে ক্রিকেট বোদ্ধারা। অনেকেই আবার নিজের ভবিষ্যদ্বানীর খাতায় সেমিফাইনালে লিখে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের নাম।

Advertisement

তবে এরপরেই ঘটে ছন্দপতন। পরের তিন ম্যাচের মধ্যে একটি পরিত্যক্ত হওয়ার পাশাপাশি দুটিতেই হারের মুখ দেখে ক্যারিবীয়রা। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তো প্রায় হাসি-ঠাট্টার দলে পরিণত হয় জেসন হোল্ডার বাহিনী। কেননা স্বাগতিকদের কাছে ৮উইকেটের বড় ব্যবধানে হার মানতে বাধ্য হয় তারা।

তবে এই হারকে ভুলে গিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া উইন্ডিজ। এর জন্য শুরুটা তারা করতে চায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই। আগের তিন ম্যাচের দেখায় টাইগারদের বিপক্ষে হারের মুখ দেখলেও বিশ্বকাপের বাংলাদেশের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী ক্যারিবিয়ানরা। এমনটাই মনে করছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

টাইগারদের ভয় দেখিয়ে হোল্ডার বলেন, ‘অতীতে এবং বিশ্বকাপের এখন পর্যন্ত আমাদের সামর্থ্যের খুব অল্প জিনিসটাই দেখিয়েছি। আমরা খুব ভালোভাবেই জানি কি করতে পারি আমরা। প্রথমত দীর্ঘ সময়ের জন্য আমাদের একত্রিত থাকতে হবে এবং ধারাবাহিকতা থাকতে হবে। এ বিষয়ে আমি সবসময় আমার খেলোয়াড়দের বলে আসছি। তাই এই জিনিসটা আমাদের খুঁজতে হবে।’

Advertisement

বাংলাদেশের বিপক্ষে গত তিন ম্যাচে হারলেও তাদের বিপক্ষে আত্মবিশ্বাসী না থাকাটা বোকামি হবে বলে মনে করেন হোল্ডার। তিনি আরও মনে করেন, তার দল নিশ্চিতভাবে হারাতে পারে টাইগারদের।

হোল্ডার বলেন, ‘আত্মবিশ্বাসী না থাকাটা বোকামী হবে আমাদের জন্য। টুর্নামেন্টে আরো অনেক ম্যাচ বাকি আছে খেলার জন্য। মাত্র চার ম্যাচই খেলেছি আমরা। আমাদের শৃঙ্খলাবোধ থাকা দরকার এবং নিশ্চিত করতে হবে আমরা বাংলাদেশের বিপক্ষে খেলতে এসেছি এবং এটাও নিশ্চিত করতে হবে আমরা তাদের হারাতে পারি।’

বাংলাদেশকে হারানোর জন্য ব্যাটসম্যান ও বোলারদের দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করার নির্দেশ দেন হোল্ডার। তিনি বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে যে, ব্যাটসম্যান হিসেবে নিজেদের দায়িত্বটা ঠিকঠাক ভাবে পালন করব এবং বোলার হিসেবে নিজেদের আগ্রাসীভাবটা বজায় রাখব।’

এএইচএস/আইএইচএস/পিআর

Advertisement