জাতীয়

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় সূত্রাপুরে ১১ ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে রাজধানীর সূত্রাপুর এলাকায় ১১ ফার্মেসিকে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

Advertisement

রোববার (১৬ জুন) অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও আফরোজা রহমান।

ভোক্তা অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, আজ সূত্রাপুরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ইসলাম মেডিকেল হলকে ৩০ হাজার, দিবারাত্রি ফার্মেসিকে ২০ হাজার, লাইলি মেডিকেল সাপ্লাইকে ২০ হাজার, সেন্ট মেরিজ ফার্মেসিকে ২০ হাজার, অর্পা ড্রাগ হাউসকে ১০ হাজার, মেসার্স কনা ফার্মেসিকে ২০ হাজার, চৈতিকে ১০ হাজার, ক্যাপিটাল ফার্মেসিকে ১০ হাজার, সরকার ফার্মেসিকে ১০ হাজার ও ন্যাশনাল ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মোড়কে মূল্য লেখা না থাকার অপরাধে অপর একটি ফার্মেসিকে ১০ হাজার টাকাসহ মোট এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

Advertisement

অভিযানে সূত্রাপুর থানার পুলিশ সদস্যরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে সার্বিক সহায়তা প্রদান করেন।

এসআই/এমএমজেড/জেআইএম