বিশ্বকাপের সবচেয়ে কাঙ্খিত ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হয়ে গেছে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। এই ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনার কমতি নেই। দুই চিরপ্রতিদ্বন্দীর লড়াইয়ে সমর্থকরাও পিছিয়ে থাকতে চান না প্রতিপক্ষের চেয়ে। তাই তো এই ম্যাচ নিয়ে নানা রকমের আয়োজনও চলে তাদের মধ্যে।
Advertisement
তবে পাকিস্তানের এক সমর্থক ঘটিয়েছেন নতুন এক কান্ড। ওই সমর্থক মাঠে হাজির হয়েছেন ঘোড়ায় চড়ে। পাকিস্তানের ওই সমর্থকের ঘোড়ায় চড়ার ভিডিও ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভারতের বিপক্ষে এই মহারণে প্রথমে টসে জিতে ফিলি্ডংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ম্যানচেস্টারের ওল ট্রাফার্ডে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। ভারতীয় দলে শিখর ধাওয়ানের পরিবর্তে জায়গা পেয়েছেন বিজয় শঙ্কর। পাকিস্তান দলেও এসেছে দুই পরিবর্তন।
বিশ্বকাপে এর আগে ৬ বার মুখোমুখি হলেও কোনোবারই জয় পায়নি পাকিস্তান। তবে সবশেষ দেখায় ভারতের বিপক্ষে জয় পেয়েছিলো পাকিস্তান। তা আবার ছিলো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। তাই তাদের অনেক সমর্থক মনে করছেন বিশ্বকাপে এবার প্রথমবারের মতো জয় পাবে পাকিস্তান।
Advertisement
Just a normal day for @EmiratesOT @cricketworldcup @lancscricket pic.twitter.com/N0SkQbIGNE
— daniel gidney (@GidneyDaniel) June 16, 2019আইএইচএস/পিআর