বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের ছাত্র এবং ছাত্রলীগ কর্মী তৌফিক ওমরকে তার বাসা থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল এবং সদর রোডের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেছে।মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাস সংলগ্ন নগরীর ব্রাউন কম্পাউন্ডের সুফিয়া ভিলার ভাড়া বাসা থেকে তাকে ধরে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। আহত তৌফিককে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ছাত্রলীগ নেতা ইমরান হোসেন নঈম অভিযোগ করে জাগো নিউজকে বলেন, আধিপত্য বিস্তারের জের ধরে দুপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ দলবল নিয়ে তৌফিককে তার বাসা থেকে ধরে নিয়ে যায়। নগরীর কলেজ এভিনিউ এলাকায় আটকে রেখে তাকে মারধর করে ।এর প্রতিবাদে এবং উপযুক্ত বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল এবং সদর রোডের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে । পরে চাপের মুখে তৌফিককে ছেড়ে দেয় তারা।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর গণিত বিভাগের চেয়ারম্যান মো. শফিউল আলম অভিযোগের সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত নয়। আহত ছাত্র সুস্থ হলে তার অভিযোগ যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আহত ছাত্রকে দেখতে দুপুরেই শিক্ষকদের একটি দল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত অভিযোগ অস্বীকার করে জাগো নিউজকে বলেন, জুনিয়র ছাত্রদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। আবার যাতে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেজন্য তৌফিককে সতর্ক করে দেয়া হয়েছে বলে দাবি করেন সাজ্জাদ সেরনিয়াবাত। এ প্রসঙ্গে কেতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখায়ত হোসেন জাগো নিউজকে জানান, বিষয়টি ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের ফলে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসে এখন কোনো উত্তেজনা নেই। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।সাইফ আমীন/এসএস/পিআর
Advertisement