বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। বকেয়া বেতন পরিশোধের দাবিতে বুধবার সকাল থেকে হোসেন মার্কেটের সামনে অবস্থান নিয়ে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করে।বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা পোশাক কারখার ও আশপাশের ভবনে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিক্ষোভের কারণে সকাল ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত বাড্ডা লিংক রোড - নতুন বাজার সড়কে যান চলাচল বন্ধ ছিল।ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Advertisement