জাতীয়

হাতিরঝিলে অবৈধ মাইক্রোবাসের বিরুদ্ধে অভিযান

রাজধানীর এফডিসি সংলগ্ন হাতিরঝিলের প্রবেশ পথে অবৈধ মাইক্রোবাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের ট্রাফিক পুলিশ। এসময় হাতিরঝিল দিয়ে চলাচলকারী ১৯টি মাইক্রোবাস আটক করা হয়। কোন ধরনের অনুমতি ছাড়াই আটককৃত মাইক্রোবাসগুলো হাতিরঝিলে যাত্রী পরিবহন করতো বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আবু ইউছুফ । তিনি জানান, অবৈধ মাইক্রোবাসের বিরুদ্ধে সব সময়েই অভিযান চলে। এসব মাইক্রোবাস বন্ধের জন্য এবার বিশেষ অভিযান চলছে। কিন্তু অধিকাংশ মাইক্রোবাসের কাগজপত্র সঠিক থাকার কারণে শুধু মামলা দিয়েই ছেড়ে দিতে হয়। আটককৃত মাইক্রোবাসের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, গত আগস্ট মাসে ৪৯টি অবৈধ মাইক্রোবাসে বিরুদ্ধে রেকার দ্বারা ব্যবস্থা গ্রহণ ও শতাধিক মাইক্রোবাসের বিরুদ্ধে মামলা করা হয়। উল্লেখ্য, মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে হাতিরঝিলে অবৈধ মাইক্রোবাস চলাচল নিয়ে একটি প্রতিবেদন ছাপানো হয়। মাইক্রোবাসগুলো থেকে পুলিশ চাঁদা নেয় বলেও অভিযোগ করা হয় প্রতিবেদনটিতে। এআর/এআরএস/আরআইপি

Advertisement