ক্যাম্পাস

খুবিতে শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি চলছে

স্বতন্ত্র বেতন স্কেলসহ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখার দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচি খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথভাবে পালিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাশ ও পরীক্ষা হয়নি। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বেলা ১১ টায় ক্যাম্পাসে মৌন মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলা চত্বর থেকে শুরু করে প্রশাসন ভবনের সামনে দিয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান বক্তব্য রাখেন। তিনি বলেন, দীর্ঘ ৪/৫মাস ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা সচিব কমিটির সুপারিশ পুনঃবিবেচনা করে শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখার  ন্যায্য দাবি জানান। নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে আসলেও তাদের প্রতি কোনো সহানুভূতি না দেখিয়ে ৮ম পে-স্কেল পাস করা হয়েছে। এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য খুবই কষ্টকর, দুঃখজনক ও অমর্যাদাকর। এ সময় আরো বক্তব্য রাখেন খুবির শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সারওয়ার জাহান। আলমগীর হান্নান/এসএস/পিআর

Advertisement