বিশ্ববিবেককে নাড়া দিয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার থেকে পালিয়ে বাঁচতে চাওয়া তিন বছরের শিশু আয়লানের সাগর তীরে ভেসে উঠা নিথর দেহ। গত সপ্তাহে তুরস্কের বদরুমের সমুদ্রের তীরে আয়লানের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে অভিবাসী ইস্যুতে বিশ্বজুড়ে শুরু হয় ইউরোপের ব্যাপক সমালোচনা। সিরিয়ার নাগরিক আয়লানের মুখ থুবড়ে পড়ে থাকা নিথর দেহকে অনেকেই মানবিকতার মুখ থুবড়ে পড়ার প্রতীক হিসেবে মন্তব্য করেছেন। আয়লানের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বজুড়ে মানবতাবাদীরা সমুদ্র তীরে আবহমূর্তি ও বালুর প্রতিকৃতি তৈরি করছেন। সোমবার মরক্কোর অন্তত ৩০ জন তরুণ-তরুণী লাল টি শার্ট ও নীল হাফ প্যান্ট পড়ে সমুদ্র তীরে বালুতে মুখ গুজিয়ে আবহ মূর্তিতে আয়লানের প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় তারা ২০ মিনিট বালুতে উপর হয়ে শুয়ে আয়লানকে স্মরণ করে। এদিকে সোমবার গাজা উপত্যকার সমুদ্র সৈকতে বালু দিয়ে প্রতিকৃতি তৈরি করে তিন বছর বয়সী শিশু আয়লানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আয়লানের প্রতিকৃতি যেখানে তৈরি করা হয় গত বছর গাজার ওই একই এলাকায় ফুটবল খেলার সময় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের চার শিশু নিহত হয়।স্থানীয় বাসিন্দা আরওয়া আরবিজান বলেন, আয়লানের এই মৃত্যু আমাকে গাজার সেই চার শিশুর চলে যাওয়াকে স্মরণ করিয়ে দেয়। যারা ফুটবল খেলার সময় গত বছর ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে।এর আগে শুক্রবার ভারতের সমুদ্র সৈকতে প্রতিকৃতি তৈরি করেন শিল্পী সুদর্শন পথনায়ক। আয়লানের ওই প্রতিকৃতি দেখতে সৈকতে ভীড় করেন শত শত মানুষ।এদিকে এ ঘটনার পর থেকে অভিবাসী ইস্যুতে পাল্টাতে শুরু করেছে ব্রিটেন, অস্ট্রেলিয়া ও জার্মানির দৃষ্টিভঙ্গি। তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শরণার্থীদের আশ্রয়ের ঘোষণা দিয়েছে।গত সপ্তাহে সিরিয়া থেকে অন্তত ২৩ শরণার্থী গ্রিসে পাড়ি জমানোর স্বপ্নে ছোট্ট নৌকায় চেপে বসে। তুরস্কের সমুদ্রে নৌকাটি ডুবে গেলে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় আয়লান ও তার পাঁচ বছর বয়সী আরেক ভাই নিহত হয়। এসআইএস/আরআইপি
Advertisement