রাজনীতি

জামায়াত নেতাদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হবে

রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার হওয়া জামায়াতে ইসলামীর ১৩ কর্মীর বিরুদ্ধে নাশকতার প্রমাণ মিললে দেশদ্রোহিতার মামলা করা হবে বলে জানিয়ে্যেছন গোয়েন্দা পুলিশ ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।মনিরুল ইসলাম বলেন, আসামিদের বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ ও উদ্ধারকৃত বই নথিপত্র যাচাই বাছাই শেষে এর প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দেয়া হবে।এর আগে সোমবার দুপুরে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে রাজধানীর মিরপুর ১১ নম্বরের একটি বাসা থেকে জামায়াতের সাবেক দুই সংসদ সদস্যসহ ১৩ জনকে আটক করা হয়। পরে বোমা রাখার দায়ে তাদের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়ের করে তাদের গ্রেফতার দেখানো হয়।গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার এবং রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান রয়েছেন।এআর/একে/আরআইপি

Advertisement