জাতীয়

ব্যাংক কর্মকর্তাকে অপহরণ : মুক্তিপণ আদায়

আশুলিয়ায় একটি বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তাকে অপহরণ করে পৌনে আড়াই লক্ষ টাকা মুক্তিপণ নিয়েছে অপহরণকারীরা। গত সোমবার রাতে বাসায় ফেরার পথে নিজ ব্যাংকের সামনে থেকে অপহৃত হন ওই কর্মকর্তা। ভুক্তভোগি ব্যাংক কর্মকর্তা মো. আকতারুজ্জামান দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড আশুলিয়ার গণকবাড়ি ইপিজেড শাখার ভাইস প্রেসিডেন্ট। মুক্তিপণ পরিশোধ করার পর মঙ্গলবার সকালে সাভারের একটি প্রত্যন্ত এলাকায় তাকে ফেলে পালিয়ে যায় অপহরণকারীরা। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ না পাওয়ার কথা জানিয়েছেন আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল।ভুক্তভোগি ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জামান জাগো নিউজকে জানান, সোমবার রাত পৌনে আটটার দিকে ব্যাংক থেকে বের হয়ে গাড়ির জন্যে অপেক্ষা করছিলাম। এসময় একটি বাস থেকে দুজন লোক নেমে অস্ত্রের মুখে আমাকে জোর করে বাসে তুলে মুখ হাত ও পা বেঁধে ফেলেন। কিছুদুর যাওয়ার পর আমার কাছে থাকা নগদ দেড় লাখ টাকা ছিনিয়ে নেন অপহরণকারীরা। এরপর একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে আরো দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা। রাতেই আমার স্ত্রী সেলিনাকে ফোন করে বাসায় থাকা আরো এক লক্ষ টাকা ও ক্রেডিট কার্ড দিতে বলি। পরে অপহরণকারীরা আমার স্ত্রীর কাছ থেকে ওই টাকা ও ক্রেডিট কার্ড নিয়ে আসেন। তবে ক্রেডিট কার্ডের গোপন নাম্বারটি তাদের না দেয়ায় তারা আমাকে বেদম মারধর করেন। এরপর ভোরের দিকে সাভারের একটি গ্রামে ফেলে আমাকে ফেলে চলে যান তারা। অপহরণকারীদের কাছে অস্ত্র থাকায় বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়নি বলে দাবি করেন তিনি। তবে সকালে বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানানো হলে তারা লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেয়। আল-মামুন/এমজেড/আরআইপি

Advertisement