স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার গত মৌসুমটা যেন স্বপ্নের মত কেটেছে। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং কোপা ডেল`রে জয় করে ইতিহাসের প্রথম ক্লাব হিসাবে দুইবার ‘ট্রেবল’ জয় করার কৃতিত্ব দেখিয়েছে তারা। ২০১৪-১৫ মৌসুমের সোনালী সব জয়ের জন্য ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের (ইসিএ) বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। বিস্ময়কর হলেও সত্যি এর আগের মৌসুমে ট্রফিশুন্য ছিল কাতালানরা। নতুন কোচ হিসাবে লুইস এনরিকের অভিষেকে প্রথম দিকে একটু ধাক্কা খেলেও মৌসুমের মাঝ পথ থেকে দুর্দান্ত খেলতে থাকে বার্সা। জিতে নেয় চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং কোপা ডেল রের মত বড় সব ট্রফি। তবে অ্যাতলেতিক বিলবাওয়ের কাছে স্প্যানিশ সুপার কাপে হেরে এক মৌসুমে ছয়টি শিরোপা জয়ের সুযোগ নষ্ট করে বার্সা। তবে সোমবার ইসিএ’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এর কোন প্রভাব পরেনি। গত মৌসুমে বিস্ময়করভাবে ইউরোপা লিগের ফাইনাল খেলায় রানার্সআপ ইউক্রেনের ক্লাব ডিনিপ্রো সেরা স্পোর্টিং প্রগ্রেস এওয়ার্ড দেয়া হয়। আরটি/এমআর/এমএস
Advertisement