অর্থনীতি

নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় মধ্য দিয়ে চলছে লেনদেন। শুরুর প্রথম আড়াই ঘণ্টায় উভয় স্টক এক্সচেঞ্জে কমেছে সব ধরনের সূচক ও লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম আড়াই ঘণ্টা পর দুপুর ১টা ১০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৭৭৬ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস  ২ পয়েন্ট কমে ১ হাজার ১৭৪ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৮২৫ পয়েন্টে অবস্থান করছে। এসময় টাকায় লেনদেন হয়েছে ২৭৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৮৬টির দাম বেড়েছে, কমেছে ১৮৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩১ পয়েন্ট কমে ৮ হাজার ৯০৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৩০ সূচক ৪৩ পয়েন্ট কমে ১২ হাজার ৪৮২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৪০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৪৮ টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২০ কোটি ৪৮ লাখ টাকা।এসআই/এসকেডি/পিআর

Advertisement