দেশজুড়ে

কয়েলের আগুনে সব শেষ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় কয়েলের আগুনে পুড়ে ছাই হয়েছে বসতঘর, গবাদি পশু ও নগদ টাকা। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চিতনা গ্রামের মো. জালু মিয়া কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে সেই কয়েল থেকে বসতঘরে আগুন লাগে। আগুনে নগদ টাকা ও পাঁচটি গবাদি পশু পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুনের লেলিহান শিখা জালু মিয়ার প্রতিবেশী হাছন আলীর ঘরে ছড়িয়ে পড়লে তার বসতঘরও পুড়ে যায়।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল কবির জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানতে পারিনি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদেরকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

Advertisement