ভূত আতঙ্কের গুজবে বন্ধ হওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকার অন্তিম নিটিং ডাইং অ্যান্ড কম্পোজিট ফিনিশিং কারখানাটি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছেন মালিপক্ষ। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে কারখানার ব্যবস্থাপনা পরিচালক আলী আকবর এ ঘোষণা দেন।এর আগে, বরপা এলাকার বালুর মাঠে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় কমিশনার আশরাফুল হক, কারখানার প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। কারখানার ব্যবস্থাপনা পরিচালক আলী আকবর জাগো নিউজকে বলেন, প্রতিষ্ঠানটিতে প্রায় ৬ হাজার শ্রমিক কাজ করেন। কখনই শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ খারাপ আচরণ করেনি। কিছু শ্রমিক-কর্মকর্তা নিজেদের সুযোগ-সুবিধা না পেয়ে কারখানায় ভূত আতঙ্কের গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে কারখানা ধ্বংসের পায়তারা করে আসছিল।উল্লেখ্য, বন্ধ হওয়ার ৪ দিন পর বুধবার সকাল থেকে যথা সময়ে পুনরায় চালু করা হবে কারখানাটি।মীর আব্দুল আলীম/এসএস/এমএস
Advertisement