২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে গত অর্থবছরের তুলনায় ৪ হাজার ৩৪৬ কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ খাতে ২৫ হাজার ১৬৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেটে বক্তৃতায় এ ঘোষণা দেওয়া হয়।
Advertisement
গত অর্থবছরে (২০১৮-১৯) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ খাতে ব্যয় ধরা হয়েছিল ২০ হাজার ৮১৭ কোটি টাকা। তবে ২০১৯-২০ এর প্রস্তাবিত বাজেটে ৪ হাজার ৩৪৬ কোটি বরাদ্দ বাড়িয়ে ২৫ হাজার ১৬৩ কোটা প্রস্তাব করা হয়েছে।
‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৩টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ বাজেট অধিবেশন শুরু হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তব্য শুরু করলেও পরে হাল ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Advertisement
অর্থমন্ত্রীর পরিবর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট বক্তব্যের সার সংক্ষেপ পড়ে শোনান। বাদবাকি অংশ পঠিত বলে গণ্য হবে বলে ঘোষণা দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
নতুন অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি প্রথম বাজেট। এছাড়া দেশের ৪৮ বছরের ইতিহাসে এটি সবচেয়ে বড় বাজেট। প্রস্তাবিত বাজেট পাস হবে আগামী ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।
এএস/আরএস/এমকেএইচ
Advertisement