ধর্ম

তোপকাপি জাদুঘরে বিশ্বনবির ব্যবহৃত যেসব জিনিস সংরক্ষিত

মুসলিম খেলাফতের শাসন পরিচালনাকারী রাজা-বাদশাহরা সব সময় নিজেদের কাছে রাখতে চেয়েছেন বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রেখে যাওয় মহামূল্যবান জিনিসগুলো। সে হিসেবে অটোমান খেলাফতের সময় সেসব জিনিস-পত্র চলে আসে তুরস্ক। যা বর্তমানে তুরস্কের ঐতিহাসিক তোপকাপি রাজ প্রাসাদ জাদুঘরে সংরক্ষিত।

Advertisement

বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যবহৃত দুর্লভ সেসব জিনিসগুলো তোপকাপি জাদুঘরের প্রিভি রুমে সর্বোচ্চ নিরাপত্তায় সংরক্ষণ করা হয়েছে। তোপকাপি প্রাসাদটি তুরস্ক সম্রাজ্যের রাজ প্রাসাদ হিসেবে ব্যবহৃত হতো।

খেলাফতের শাসনের পর তুরস্কে প্রজাতন্ত্র শুরু হলে রাজ প্রাসাদটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয়। এরপর থেকে সর্বোচ্চ নিরাপত্তায় বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ব্যবহৃত জিনিসগুলো দর্শণার্থীদের জন্য দেখার ব্যবস্থা রাখা হয়।

তোপকাপি প্রাসাদে থাকা কিছু জিনিসের ছবি তুলে ধরা হলো-

Advertisement

পানি পান করার পেয়ালা

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে পেয়ালায় পানি পান করতে ক্যালিগ্রাফিতে সজ্জিত সে পেয়ালাটি তোপকাপি প্রসাদে সংরক্ষিত।

পবিত্র দাঁড়ি মোবারক

লম্বা একটি সুসজ্জিত পাত্রে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র দাঁড়ি মোবারক রাখা হয়েছে। যা এখনো তুরস্কের তোপকাপি প্রাসাদে সংরক্ষিত।

Advertisement

ধনুক

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যবহৃত ধনুক ও ক্যালিগ্রাফি খচিত কাভার রয়েছে এ প্রসাদে।

তলোয়ার

বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তলোয়ার। যা হজরত ওমর এবং হজরত আলি রাদিয়াল্লাহু আনহুর কাছেও সংরক্ষিত ছিল। তা এখন তোপকাপি প্রাসাদে সংরক্ষিত।

ক্যালিগ্রাফি খচিত স্টাম্প

কাবা শরিফের তালা ও চাবি

তুরস্কের ইস্তাম্পুলে যেখানে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যবহৃত জিনিসগুলো সংরক্ষিত সেখানে রয়েছে কাবা শরিফের একটি তালা ও চাবি। যা স্বর্ণ দ্বারা নির্মিত।

সংরক্ষিত রুমের বাইরের দৃশ্য

তোপকাপি জাদুঘর প্রসাদের যে রুমটিতে রাখা হয়েছে এ মহামূল্যবান দুর্লভ জিনিসগুলো। সে রুমের বাহিরের আঙিনা এটি। এখানে দর্শনার্থীরা রুমটি পরিদর্শনে অপেক্ষা করছে।

এমএমএস/এমকেএইচ