দেশজুড়ে

শিশু ধর্ষণচেষ্টা : বিচার হলো ৯ বছর পর

মানিকগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় মো. এমদাদুল নামে এক ব্যক্তির ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের রায় দেয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আলী হোসাইন এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মো. এমদাদুল পাবনা জেলার বেড়া উপজেলার ভাটিয়াখড়া গ্রমের মো. ইদ্রিস আলী শেখের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে এমদাদুল অনুপস্থিত ছিলেন। জামিনে ছাড়া পাওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৯ আগস্ট ঘিওর উপজেলার শ্রীধামনগর বাজার এলাকায় ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে এমদাদুল। মেয়ের কাছ থেকে বিষয়টি জানার পর শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামির বিরুদ্ধে আজ এ রায় দেন বিচারক।

Advertisement

বি.এম খোরশেদ/এফএ/জেআইএম