জাতীয়

মানবতাবিরোধী অপরাধ : ৩ জনকে অব্যাহতি

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক ১২ জনের মধ্যে তিনজনকে অব্যাহতি দিয়ে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অব্যাহতি পাওয়া তিনজন হলেন; আকরাম হোসেন(৫৯),  অজিহার মোড়ল ওরফে ওজিয়ার মোড়ল (৬৪) ও মশিয়ার রহমান (৬০)। এর মধ্যে মশিয়ার রহমান পলাতক রয়েছেন। জাতীয় পার্টির নেতা যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার কথা ছিল। তাদের মধ্যে সাখাওয়াত হোসেনসহ ৯ জনের অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে অন্যান্য ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহীমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালে আসামিদের পক্ষে অ্যাডভোকেট আব্দুস সাত্তার ও রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর জেয়াদ আল মালুম উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত শেষ করার পর এই প্রথম কোন অভিযুক্তকে অব্যাহতি দিল ট্রাইব্যুনাল। তার আগে এই পযার্য়ে এসে মামলার আাসমিকে অব্যাহতি দেয়া ট্রাইব্যুনাল সৃষ্টির পরে ইতিহাস বলে দাবি করেন আসামি ও প্রসিকিউশিন পক্ষ।আসামির আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, এই তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কোনো তথ্য-প্রমাণ না পাওয়ায় ট্রাইব্যুনাল তাদেরকে অব্যাহতি দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জেয়াদ আল মালুম বলেন, ১২ জনের মধ্যে ট্রাইব্যুনাল ৩ জনকে অব্যাহতি দিয়েছেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, ট্রাইব্যুনালের ৫ বছরের ইতিহাসে মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে অব্যাহতি দেওয়া এটাই প্রথম ঘটনা।এদিকে অপর ৯ আ্সামি সাখাওয়াত হোসেন (৬১), মো. বিল্লাল হোসেন (৭৫), মো. ইব্রাহিম হোসেন (৬০), শেখ মোহাম্মদ মুজিবর রহমান (৬১), মো. আ. আজিজ সরদার (৬৫), কাজী ওহিদুল ইসলাম (৬১), মো. লুৎফর মোড়ল (৬৯), আব্দুল খালেক মোড়লের (৬৮)  বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।এর আগে গত ১৪ জুন এই ১২ জনের বিরুদ্ধে হত্যা-গণহত্যাসহ পাঁচ ধরণের মানবতাবিরোধী অপরাধে আনা অভিযোগে সংস্থার পক্ষ থেকে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করে জমা দেয়া হয়। মামলায় মোট ১২ জন আসামির মধ্যে সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ চার জনকে গ্রেফতার করার পর কারাগারে আটক রয়েছেন।  তাদের বিরুদ্ধে গত ২০১৩ সালের ১৩ নভেম্বর থেকে এ মামলায় তদন্ত শুরু করে ২০১৫ এর ১৩ জুন শেষ করা হয়। এফএইচ/এসকেডি/এমএস

Advertisement