চাঁদপুর শহর রক্ষা বাঁধে প্রবল ঘূর্ণাস্রোতে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। সোমবার মধ্য রাত থেকে প্রবল ঘূর্ণাস্রোত ইতোমধ্যে মেঘনায় ৫০ মিটার এলাকা বিলীন হয়ে গেছে। বর্তমানে ঐতিহ্যবাহী হরিসভা মন্দিরসহ পুরান বাজার ব্যবসা কেন্দ্র হুমকির মুখে। কিন্তু ১০/১২ ঘণ্টা অতিবাহিত হলেও ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের গড়িমসি লক্ষ্য করা গেছে। কর্তকর্তারা আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। ভাঙনের তীব্রতায় ইতোমধ্যে শিতলামায়ের মন্দির, বসতঘরসহ মেঘনায় ৫০ মিটার এলাকা বিলীন হয়ে গেছে। মানুষ ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নিচ্ছেন। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুরান বাজার শ্রী শ্রী জগনাথ মন্দিরের অধ্যক্ষ, বিশাল গোবিন্দ দাসাদীকারী জাগো নিউজকে জানান, ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যার জন্য বর্তমানে ঐতিহ্যবাহী হরিসভা কমপ্লেক্স, লোকনাথ, মদন মোহন ও জগনাথ মন্দির হুমকির মুখে।চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক তমাল ঘোষ, জাগো নিউজকে জানান, জরুরি ভিত্তিতে প্রতিরোধ ব্যবস্থা না নিলে পুরান বাজার ব্যবসা কেন্দ্র বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।পাউবো, চাঁদপুর, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মাহবুবুল করিম জাগো নিউজকে জানান, ভাঙন প্রতিরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে জরুরি ভিত্তিতে প্রতিরোধ ব্যবস্থার দাবি জানিয়েছেন চাঁদপুরবাসী।ইকরাম চৌধুরী/এমজেড/এমএস
Advertisement