ব্রাজিল দু’হাত বাড়িয়ে সিরীয় শরণার্থীদের স্বাগত জানাবে। দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফ সোমবার এ কথা বলেছেন। কেবল ব্রাজিল নয় একাধিক ল্যাটিন আমেরিকান দেশ সিরিয় শরণার্থীদের গ্রহণে আগ্রহ দেখিয়েছে।ব্রাজিলের স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় রুসেফ বলেন, যারা নিজ দেশ থেকে পালিয়ে আসছে তাদের স্বাগত জানাতে ব্রাজিলের আগ্রহের কথা আমি পুনর্ব্যক্ত করতে চাই। তারা এখানে এসে বাস করুক এবং ব্রাজিলের শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখুক।তিনি আরো বলেন, বিশেষ করে সংকটকালীন এই কঠিন সময়ে আমরা খোলা বাহু নিয়ে তাদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছি। এদিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার পরররাষ্ট্র মন্ত্রণালয়কে ২০ হাজার সিরীয় শরণার্থীকে গ্রহণের নির্দেশ দিয়েছেন।চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট বলেছেন, তার দেশও শরণার্থীদের গ্রহণে আগ্রহী। তবে তিনি কোন্ দেশের শরণার্থী কিংবা কতো সংখ্যককে গ্রহণ করবেন সে বিষয়ে কিছু বলেন নি।তিনি বলেন, শরণার্থীদের জন্যে দরোজা খোলা রাখার ইতিহাস আমাদের রয়েছে। কারণ এসব শরণার্থী অনেক দূর থেকে তাদের ইতিহাস ও সংস্কৃতি বয়ে আনছে এবং আমাদের জাতি গঠনে অবদান রাখছে।এসএইচএস/এমএস
Advertisement