আন্তর্জাতিক

৭৫০ সিরীয় শরণার্থীকে আশ্রয় দেবে নিউজিল্যান্ড

ইউরোপে মানবিক সংকট মোকাবেলায় সাড়া দানের জন্য ব্যাপক চাপের পর অবশেষে আগামী তিন বছরে ৭৫০ জন সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। সোমবার দেশটির সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। এবিষয়ে অভিবাসন মন্ত্রী মাইকেল উডহাউস বলেন, সরকারের বিদ্যমান কোটার আওতায় সিরীয়দেরকে ১৫০টি স্থানে যাওয়ার প্রস্তাব দেয়া হবে। এছাড়া একটি বিশেষ জরুরি কর্মসূচির মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আরো ৬শ’ লোককে গ্রহণ করা হবে।অভিবাসী নেয়ার ক্ষেত্রে নিউজিল্যান্ডের জন্য একটি কোটা নির্ধারিত আছে। চলমান কোটা অনুযায়ী দেশটিকে ৭৫০ জন অভিবাসীকে নিতে হবে। ১৯৮৭ সালের পর এ কোটা আর বাড়েনি বলেও জানান তিনি।উডহাউস বলেন, সিরিয়া ও ইউরোপে বর্তমানে যে মানবিক সংকট চলছে তা নিয়ে নিউজিল্যান্ডের বেশিরভাগ মানুষের মত সরকারও খুবই উদ্বিগ্ন। সিরিয়া ও ইউরোপে সম্প্রতি মানবিক সংকট আরো জোরালো হয়েছে। তুরস্কের সমুদ্র সৈকতে সিরীয় শরণার্থী শিশু আয়লানের লাশ ভেসে আসার ছবি প্রকাশিত হওয়ার পর অভিবাসীদের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেয়ার ব্যাপারে নিউজিল্যান্ডের জনগণ দাবি তোলে। প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া আরো সিরীয় শরণার্থী নেয়ার আগ্রহের কথা জানানোর একদিন পর নিউজিল্যান্ডও আরো শরণার্থী নেয়ার এ ঘোষণা দিল। এসকেডি/এমএস

Advertisement