পুরো দল দুপুরে মাঠে আসলেও মুশফিকুর রহীম আর সাব্বির রহমান রুম্মনের সাথে তিনি মাঠে এসেছিলেন সকালেই। তবে কোচ স্টিভ রোডস যে সকাল থেকেই মাঠে- সে খবর চাওর হয়েছে অনেক পরে। কারণ জাতীয় দলের অধিনায়কসহ প্রায় পুরো বহর ছিল তখন হোটেলে।
Advertisement
সকাল থেকে ড্রেসিং রুমে থাকলেও ঝির ঝিরে বৃষ্টিতে এক মুহূর্তের জন্যও বের হয়ে মাঠে আসেননি কোচ স্টিভ রোডস। তাই তার দেখা মিললো খেলা পরিত্যক্ত হওয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সন্মেলনে।
সেখানেই ম্যাচ না হওয়ার কারণে চরম হতাশা প্রকাশ করলেন বাংলাদেশ দলের কোচ। সংবাদ সম্মেলনের শুরুতেই প্রশ্ন উঠল, বৃষ্টির কারনে এই যে ম্যাচ পরিত্যক্ত হয়ে পয়েন্ট ভাগাভাগি হলো। তাতে আপনার প্রতিক্রিয়া কি?
স্টিভ রোডসের জবাব, ‘খুবই হতাশার। কারণ আমরা এই ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট পাব বলেই ভেবেছিলাম; কিন্তু তা আর হলো না। আমি জানি শ্রীলঙ্কা হয়ত শক্ত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করতো। তারপরও আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। তাই এটা এক পয়েন্ট খোয়ানোর দিন হয়েই থাকলো আমাদের জন্য।’
Advertisement
প্রকৃতির ওপর তো আর কারো হাত নেই। কারো ইচ্ছায় ম্যাচটি পন্ড হয়নি। বৈরি প্রাকৃতি পরিবেশের কারণেই ম্যাচ মাঠে গড়াতে পারেনি। হতাশা ঘিরে ধরলেও বিষয়টা মেনে নেয়া ছাড়া উপায়ই বা কি? কোচ স্টিভ রোডসও মেনে নিয়েছেন। তিনি বলেন, ‘কি আর করা। খেলাই তো হলো না! সত্যিই চরম হতাশার এক দিন; কিন্তু কিছু বলারও নেই। কারণ আমরা কিইবা করতে পারতাম? যা ঘটেছে, সেটা তো প্রাকতিক ব্যাপার। প্রকৃতির ওপর কারো হাত নেই। তাই ম্যাচ না হওয়ায় মন খারাপ হলেও তা মেনে নিতে হচ্ছে।’
পূর্ণ পয়েন্ট না পাওয়ায় হতাশা কোনোবাবেই ঢেকে রাখতে পারছেন না কোচ রোডস। তিনি বলেন, ‘আমি হতাশ। একটা মানসিক যন্ত্রনাও আছে; কিন্তু কঠিন বাস্তবতা হলো, এ অপ্রত্যাশিত ও অনাকাঙ্খিত পয়েন্ট ভাগাভাগি মেনেও নিতে হচ্ছে।’
সব কিছু ভুলে এখন সামনে তাকাতে চান কোচ রোডস। তিনি বলেন, ‘আমি এখন সামনের দিকেই তাকাতে চাই। তাকাতে হচ্ছেও। এখন ভাবনায় শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ। টনটনের ওই ম্যাচে জেতাটা আরও অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়ালো। আমরা সর্বাত্মক চেষ্টা করবো ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে জেতার।’
শুধু ক্যারিবীয়দের বিপক্ষে নয়, ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে, পরিকল্পনা ধরে এগুতে চান বাংলাদেশ দলের কোচ। সেটাই স্পষ্ঠ করলেন তিনি নিজের কথায়। রোডস বলেন, ‘শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচই নয়। আমাদের কাজ হলো ম্যাচ বাই ম্যাচ চিন্তা করা। সামনের সবগুলো ম্যাচ গুরুত্বপূর্ণ। আমাদের সে ম্যাচগুলোয় ভাল করতে হবে এবং জয়ের সর্বাত্মক চেষ্টাও করতে হবে। আমরা সেটাই করতে পারি।’
Advertisement
এআরবি/আইএইচএস