অর্থনীতি

বিকল্প বিনিয়োগের উৎস হবে শেয়ারবাজার

পুঁজিবাজারকে বিকল্প বিনিয়োগের উৎস (অল্টারনেটিভ সোর্স অব ফান্ড) হিসেবে সম্মিলিতভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মাতলুব আহমাদ।সোমবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্র্রোকারর্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় ডিএসইর ব্র্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল ইসলাম টিটু, অ্যাসোসিয়েশনের সদস্য মিজানুর রহমান খান, এ এস শহিদুল হক বুলবুল, মো. হানিফ ভুঁইয়া, মিনহাজ মান্নান ইমন, মিসেস খুজিস্তা-নূর-ই নাহরিন, ডা. জহিরুল ইসলাম, মোস্তাক আহমেদ সাদেক ও মাহবুবুর রহমান সেলিম উপস্থিত ছিলেন।মাতলুব আহমাদ বলেন,  দেশে বিকল্প বিনিয়োগ উৎসের অভাব রয়েছে। বড় বড় শিল্পপতিরা এ খাতকে ঠিকমত ব্যবহার করতে পারছেন না। তাই শেয়ারবাজারকে বিকল্প বিনিয়োগের উৎস হিসেবে ব্যবহার করতে হবে। এ জন্য ডিএসইর ব্রোকারর্স অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রতি দুই মাস পর পর এফবিসিসিআই সমন্বিত বৈঠক করবে ।  তিনি বলেন, এ বৈঠকে দেশের বড় বড় শিল্পপতিরাও উপস্থিত থাকবেন। বৈঠকে অল্টারনেটিভ সোর্স অব ফান্ড সম্পর্কে ডিএসইর ব্রোকারর্স অ্যাসোসিয়েশন বোঝাবেন বা ব্যাখা দেবেন। শেয়ারহোল্ডাররা এ খাতে বিনিয়োগ নিরাপদ থাকবেন কী না সে বিষয়ে প্রয়োজনীয় ফরমুলা দেবেন।তিনি বলেন, ‘আমি আশা করি অতীতের সকল দুঃখ ঘুঁচিয়ে নতুন উদ্যোমে কাজ করবে ডিএসইর ব্রোকার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে সংগঠনটি শিগগিরই এফবিসিসিআইয়ের তালিকাভুক্ত হবে।এদিকে বৈঠক শেষে আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের বলেন, ‘এফিবিসিসিআই দেশের সকল ব্যবসায়ীক সংগঠনের অ্যাপেক্স বডি। আগে আমরা একটি এসআরও’র মাধ্যমে ডিএসই’র অ্যাপেক্স বডি হিসেবে কাজ করতাম। এখন আমরা ব্রোকাররা একত্রিত হয়ে সংগঠনের মাধ্যমে এফবিসিসিআইয়ের আওতাভুক্ত হব।  তিনি বলেন, বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানোর মতো বেশ কিছু কর্মসূচি করব। এতে সাধারণ বিনিয়োগকারী ও উদ্যোক্তারা উপকৃত হবেন।এসআই/এসকেডি/এমএস

Advertisement