ক্রিকেটে ব্যাটিং রেকর্ডের প্রায় সবগুলোই রেখেছেন নিজের দখলে। ক্রিকেট বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ব্যাটিং ঈশ্বর হিসেবে। শচিন টেন্ডুলকার তাই বেশিরভাগ তরুণ ব্যাটসম্যানের আদর্শ। সেই শচিনের কোনো রেকর্ড ভাঙা যেকোনো ক্রিকেটারের জন্যই স্বপ্নের ব্যাপার।
Advertisement
শচিনের করা এক রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছেন তারই স্বদেশি শিখর ধাওয়ান। বর্তমানে আইসিসি আয়োজিত টুর্নামেন্টগুলোতে সর্বোচ্চ সাত সেঞ্চুরির মালিক শচিন। রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ধাওয়ানের করা ১০৯ বলে ১১৭ রানের ইনিংসটির আইসিসি টুর্নামেন্টে তার ৬ষ্ঠ সেঞ্চুরি।
বিশ্বকাপে যা তার তৃতীয় শতরানের ইনিংস। আর মাত্র একটি সেঞ্চুরি করলেই ব্যাটিং মাস্টার শচিনের সাত সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করবেন তিনি।
যার রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ধাওয়ান, সেই শচিন চান এই বিশ্বকাপেই তার এই রেকর্ডটি স্পর্শ করুক ভারতীয় ওপেনার। তিনি বলেন, ‘ভালো হবে যদি ধাওয়ান এটা এই বিশ্বকাপেই ভেঙে ফেলে। ইংল্যান্ডেই এটা ও করে ফেলুক। যদি এটা ঘটে, তার মানে ভারত ভালো কিছু পাচ্ছে। আমরা সব ভারতীয়রা চাই, সব ব্যাটসম্যানরা ব্যাট হাতে বিশেষ কিছু করুক। যাতে বোলাররা এসে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে পারে।’
Advertisement
দেশের হয়ে মাত্র দ্বিতীয় বিশ্বকাপ খেলছেন ধাওয়ান। যেখানে তার সেঞ্চুরি আছে তিনটি। ২০১৫ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকান ধাওয়ান, সেই আসরেই আয়ারল্যান্ডের বিপক্ষে আরও একটি শতক হাঁকান তিনি।
এবারের বিশ্বকাপেও নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় এই ওপেনার। ধাওয়ানের অন্য তিনটি সেঞ্চুরি এসেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে।
কিন্তু বিশ্বকাপে যাওয়ার আগে বেশ সমালোচনার সম্মুখীন হয়েছিলেন ধাওয়ান। টেন্ডুলকার মনে করেন, অসিদের বিপক্ষে কোহলির এই শতকের মাধ্যমে সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি। টেন্ডুলকার বলেন, ‘সে খুব সুন্দরভাবে সমালোচনার জবাব দিয়েছে। সে আজ অসাধারণ একটি সেঞ্চুরি করেছে। এটা তার জন্য অবশ্যই দারুণ অনুভূতি।’
এমএইচবি/এসএএস/পিআর
Advertisement