রোববার দুপুরে ব্রিস্টল পৌঁছে, হোটেলে চেকইন দিতেই শুরু হয় শিলাবৃষ্টি। শঙ্কা ছিলো আজকের (সোমবার) অনুশীলনও হয়তো ভেস্তে যাবে বৃষ্টির কারণে। তা হয়নি, ভালোভাবেই অনুশীলন করেছে টাইগাররা। কিন্তু রেহাই পায়নি বৃষ্টির হাত থেকে।
Advertisement
সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ১০টায় (বাংলাদেশ সময় বিকেল পৌনে ৩টা) শুরু হয় ম্যাচের আগের দিনের অনুশীলন। শুরুতে ওয়ার্মআপ ও স্ট্রেচিং, পরে হয় ক্যাচিং ও থ্রোয়িং অনুশীলন। এসব শেষ করে বেলা ১১টা থেকে শুরু নেট সেশন।
সবকিছু হচ্ছিল ঠিকঠাকভাবেই। বাংলাদেশ দলের অনুশীলনও শেষ হয় ভালোভাবেই। সংবাদমাধ্যমের সঙ্গে প্রায় ২০ মিনিটের প্রেস মিটও সেরে নেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তখন পর্যন্ত ছিল দারুণ এক প্র্যাকটিস সেশন পাওয়ার তৃপ্তি।
কিন্তু দুপুর গড়াতেই উবে যায় সে তৃপ্তি। স্থানীয় সময় ৩টার আগে ব্রিস্টলের আকাশ কালো করে শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি। ফলে উইকেটসহ পুরো মাঠ ঢেকে দেয়া হয় কভার দিয়ে। বৃষ্টির এ পূর্ভাবাস আগেই দিয়েছিল স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।
Advertisement
শুধু আজকের দিনই নয়, আবহাওয়ার পূর্ভাবাসে বৃষ্টির সমূহ সম্ভাবনা রয়েছে আগামীকালকেও। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটি, সেটি টাইগার ক্রিকেটের ভক্ত-সমর্থকদের জন্য কোনো সুখবর দিচ্ছে না প্রকৃতি। ব্রিস্টলের আবহাওয়ার পূর্ভাবাস জানাচ্ছে, সেদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ।
এ মাঠে গত শুক্রবার বৃষ্টির কারণে পুরোপুরি ধুয়ে মুছে গেছে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি। কোনো বল মাঠে গড়ানো দূরে থাক, টসই করা সম্ভব হয়নি সেদিন। একই সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী মঙ্গলবারের ম্যাচেও।
আর যদি এমন হয়, তবে সেটি বাংলাদেশ ক্রিকেটের জন্য মোটেও সুখকর নয়। কারণ বিশ্বকাপে বাংলাদেশ দলের জয়ের লক্ষ্য হিসেবে ওপরের তালিকায়ই রয়েছে শ্রীলঙ্কার নাম। সাম্প্রতিক ফর্ম অনুযায়ী শ্রীলঙ্কার চেয়ে বেশ এগিয়েও রয়েছে টাইগাররা।
পরিসংখ্যান জানাচ্ছে গত বিশ্বকাপের পর থেকে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) লঙ্কানদের বিপক্ষে ১৩ ম্যাচ খেলে ৭টিতেই জয়ী দলের নাম বাংলাদেশ। এছাড়া বিগত দিনগুলোতে খুব ভালো অবস্থানে নেই লঙ্কানরা। ফলে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জয় প্রায় নিশ্চিতই বলা চলে।
Advertisement
কিন্তু বৃষ্টির কারণে যদি ম্যাচটি না হয়, অর্থাৎ বাংলাদেশ যদি সে ম্যাচ থেকে পূর্ণ ২ পয়েন্ট না পায়- তাহলে সেমিতে খেলার ক্ষেত্রে বড় ধাক্কাই হবে টাইগারদের জন্য। ব্রিস্টলে মঙ্গলবার যাতে বৃষ্টি বাগড়া না দেয় সেটিই এখন প্রার্থনার বিষয়।
এআরবি/এসএএস/এমকেএইচ