খেলাধুলা

অস্ট্রেলিয়াকে ভয় পায় না পাকিস্তান

বিশ্বকাপ শুরুর আগে টানা ১১ ওয়ানডেতে হেরেছিলো পাকিস্তান। আসরের শুরুটাও হয়েছিলো বাজেভাবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১০৫ রানে গুটিয়ে গিয়ে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিলো পাকিস্তান।

Advertisement

তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে তারা। টুর্নামেন্টের হট ফেবারিট ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে দিয়েছে পাকিস্তান। তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে অবশ্য মাঠেই নামতে পারেনি পাকিস্তান। বৃষ্টিতে ভেসে গেছে সেই ম্যাচ।

নিজেদের চতুর্থ ম্যাচে আগামী বুধবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ও এই আসরের অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়াকে পাকিস্তানের ভয় পাওয়ার কিছু নেই বলে মনে করছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় দশ দলের সবাইকেই হারানো সম্ভব। আপনি যদি ইংল্যান্ডর দিকে তাকান, তারা খুব ভালো ক্রিকেট খেলছিলো এবং সবাই মনে করেছিলো তাদের হারানো কঠিন হবে। কিন্তু সবাইকেই হারানো সম্ভব। আমাদের পরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও খুব ভালো ক্রিকেট খেলছে। তাদেরও হারানো সম্ভব।’

Advertisement

অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বকাপে সর্বশেষ পাঁচ দেখায় চারবারই হেরেছে পাকিস্তান। এই বছরই নিজেদের ঘরের মাঠ হিসেবে পরিচিত দুবাইয়ে অসিদের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে তারা। তবে অতীতের পরিসংখ্যান নিয়ে চিন্তিত নন হাফিজ। তার কাছে প্রতিটি দিনই নতুন একটা দিন।

তিনি বলেন, ‘হ্যাঁ, আমাদের হয়ত অস্ট্রেলিয়ার বিপক্ষে খুব ভালো রেকর্ড নেই। কারণ তারা খুব ভালো খেলছে, কিন্তু প্রতিটি দিনই একটা নতুন দিন। এটা বিশ্বকাপ এবং আমাদের দল ইংল্যান্ডের বিপক্ষে জিতে দারুণ একটা মোমেন্টাম পেয়েছে। হয়ত আমরা টানা হেরেছি কিন্তু খুব ভালো ক্রিকেট খেলেছি।’

ইংল্যান্ডের বিপক্ষে জয় থেকে কিছু ভালো দিকও খুঁজে পেয়েছেন তিনি। হাফিজ আরো বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচে আমরা জয় পেয়েছি সেই ম্যাচের সবচেয়ে ভালো দিক হলো সবাই কন্ট্রিবিউট করেছে। এমনকি হাসান আলি, যে কোনো উইকেট পায়নি। কিন্তু তার শেষ তিন ওভার খুবই ভালো ছিলো।’

এমএইচবি/এসএএস/এমকেএইচ

Advertisement