আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিং। ক্যারিয়ারের এই পর্যায় যুবরাজের অবসরের ঘোষণাটা সবারই কাম্য ছিল। কেননা অনেক দিন ধরেই ঘরোয়া ক্রিকেটে অফ ফর্মে ছিলেন তিনি। তবে লড়াই করেছেন ভারতের হয়ে ২০১৯ বিশ্বকাপ খেলার জন্য কিন্তু শেষ পর্যন্ত দলে জায়গা করে নিতে পারননি এই ক্রিকেটার।
Advertisement
অবসর নিলেও আন্তর্জাতিক ক্রিকেটে বর্ণিল সময় কাটিয়েছেন যুবরাজ। যতদিন খেলেছেন ততদিন ভারতকে দু'হাত ভরে দিয়েছেন এই ক্রিকেটার। তাই ভারতের ক্রিকেটে তার অবদান কখনোই ভোলার নয়। সেই অবদানকে না ভোলার জন্য ভারতের ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) যুবরাজের ১২ নম্বর জার্সি তুলে রাখার আবেদন জানিয়ছেন তার সাবেক সতীর্থ গৌতম গম্ভীর।
অবসর নেয়ার জন্য যুবরাজকে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেছেন গম্ভীর। তিনি লিখেন, ‘বর্ণিল এক ক্যারিয়ারের জন্য আপনাকে অভিনন্দন প্রিন্স যুবরাজ। সাদা বলের ক্রিকেটে আপনি ভারতের সেরা ক্রিকেটার ছিলেন। আপনাকে সম্মান জানানোর জন্য বিসিসিআইয়ের ১২ নম্বর জার্সি তুলে রাখা উচিত। ইশ আমি যদি আপনার মতো ব্যাট করতে পারতাম!’
যুবরাজকে নিয়ে টুইট তার আরেক সাবেক সতীর্থ ভিরেন্দর শেবাগ। তিনি লিখেন, ‘অনেক খেলোয়াড়ই আসবে যাবে কিন্তু যুবরাজের মতো ক্রিকেটার ইতিহাসে বিরল। জীবনে অনেক কঠিন সময় পার করেছেন কিন্তু ক্যান্সারকে হারিয়ে, বোলারদের পিটিয়ে হৃদয় জিতেছেন আপনি। আপনার লড়াই করার ক্ষমতা দিয়ে আপনি অনেককেই অনুপ্রেরণা জুগিয়েছেন। জীবনের বাকি সময়ের জন্য আপনাকে শুভকামনা জানাচ্ছি।’
Advertisement
যুবরাজকে শুভকামনা জানিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনও। টুইটারে তিনি লিখেন, ‘অবসরের জন্য শুভকামনা যুবরাজ। অনেক উত্থান-পতন নিয়ে অসাধারণ এক ক্যারিয়ার কাটিয়েছেন আপনি। ভারতের জার্সি গায়ে আপনি সবসময়ই নিজের সাহস, বুদ্ধিমত্তা ও প্রাণ উজার করে খেলেছেন।’
অবসর নেয়ার আগে যুবরাজ ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে ৩০৪ ম্যাচে ব্যাটিংয়ে ৩৬.৫৫ গড়ে করেছেন ৮৭০১ রান এবং বল হাতে নিয়েছেন ১১১টি উইকেট। এছাড়া টেস্ট ক্রিকেটে ৩৩.৯৩ গড়ে ১৯০০ রানের পাশাপাশি নিয়েছেন ৯ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৫৮ ম্যাচ খেলে ২৮.০২ গড়ে ৮৬৩ রানের সাথে আছে ২৮ উইকেটও।
এএইচএস/এসএএস/এমকেএইচ
Advertisement