রাজনীতি

হাসিনার আত্মীয়-স্বজনরাই হিন্দুদের জমি দখল করছেন : খালেদা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়-স্বজনেরাই হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও জমি দখল করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, একাত্তরের পর থেকেই আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও জমি দখল করছে। হিন্দুদের তাদের বাড়ি থেকে উচ্ছেদ করছে। যার ফলে আজ কোনো ধর্মের মানুষই আওয়ামী লীগের হাতে নিরাপদ নয়। আর আওয়ামী লীগের ভয়ে আজ হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ ছেড়ে ভারতে পালাচ্ছেন।সোমবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশি এখানে কেউ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মসুলমান নয়। এই কারণে বিএনপি সংখ্যালঘু শব্দ ব্যবহার করে না। কারণ বিএনপি সবাইকে সমান চোখে দেখে।হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের বিবেক, চিন্তা ও চেতনার পরিবর্তনের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলোকে বুঝাতে হবে শুধু নৌকা ও আওয়ামী লীগ বললে তারা ভুল করবেন। তাদেরকে এটাও বুঝাতে হবে ২১ শতকে এমন চিন্তা করলে ক্ষতি তাদেরই হবে। তাই তাদের ভালোর জন্য আওয়ামী লীগকে ছেড়ে আসার আহ্বান জানাতে হবে। কারণ বিএনপি সকল ধর্মের সমান অধিকারে বিশ্বাস করে। এ কারণে বিএনপি জাতীয় ঐক্যে গড়ে তোলার ডাক দিয়েছে।নেতাকর্মীদের উদ্দেশ্য করে বেগম জিয়া বলেন, আওয়ামী লীগ সাপের চেয়েও কম নয়। কিন্তু তোমরা ওঝা হয়ে ঝাড়তে যাবে না। তবে তোমাদের যাতে দংশন করতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।সরকার-বিরোধী আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করছে। আর এই আন্দোলনে অবশ্যই বিএনপির জয় হবে বলে আশা প্রকাশ করেন খালেদা জিয়া।এসময় তিনি ক্ষমতাসীনদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সকল ধর্মের মানুষদের ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।নেতাকর্মীদের উদ্দেশ্য করে খালেদা জিয়া আরো বলেন, আমাদের নিজেদের মধ্য ভুল-বোঝাবুঝি ও দূরত্ব কমাতে হবে এবং নিজেদের মধ্য আরো ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। সে হিন্দু বলেই ভালো পদ-পদবি পাবে এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। তাহলেই আমরা সফল হবো।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে এ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জয়ন্ত কুন্ডু, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা তরুন দে প্রমুখ।ব্রহ্মাচারীদের মধ্যে তরুণ শ্যাম দাস, শুভ নিতাই গৌর দাস, সিতাপতি ঘোসাই দাস ব্রম্মচারীসহ ঢাকার বিভিন্ন মন্দিরের প্রভুবৃন্দ উপস্থিত ছিলেন।## হিন্দু সম্প্রদায়ের সঙ্গে খালেদার শুভেচ্ছা বিনিময়এমএম/বিএ

Advertisement