বিনোদন

আসিফের অন্যরকম প্রেমের গান ‘আনাচে কানাচে’

ঈদ উপলক্ষ্যে প্রকাশ হয়েছে বাংলা গানের ‘যুবরাজ’ আসিফ আকবরের বেশ কিছু গান। সম্প্রতি প্রকাশ হয়েছে তার গাওয়া ভিন্ন রকম একটি প্রেমের গান ‘আনাচে কানাচে’। ‘কাছে থাকলেই রোদ আকাশে, কথা বললেই, ফুলেরা হাসে, কী মুগ্ধতা মিশে রয় বাতাসে, দূরে গেলে হায়, মেঘে ঢেকে যায়, এই মনের আনাচে কানাচে’ এমনই কথার গানটি লিখেছেন জাহিদ আকবর। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শেখ সৈকত।

Advertisement

নির্মাতা চন্দন রায় চৌধুরী নির্মাণ করেছেন গানটির ভিডিও। এতে মডেল হয়েছেন আসিফ আকবর ও ফারহানা অনি। ইউটিউবে প্রকাশ করার পর গানটি বেশ প্রশংসা কুড়াচ্ছে। এসএস মিউজিক ক্লাব নামের একটি ইউটিউব চ্যানেলে ৪ মিনিট ৩ সেকেন্ডর এ মিউজিক ভিডিওটি গত ৫ জুন প্রকাশ হয়েছে। এরই মধ্যে ৭৮ হাজার এরও অধিকবার গানটির ভিডিও দেখা হয়েছে।

গীতিকার জাহিদ আকবর বলেন, ‘২০১২ সালে প্রথমবার আসিফ আকবর আমার লেখা গান করেছিলেন। এটা আমাদের দ্বিতীয় গান। গানটির বিশেষত্ব হচ্ছে, আসিফ আকবরের কাছ থেকে যে ধাঁচের গান সবসময় দর্শক-শ্রোতারা পেয়ে থাকেন ‘আনাচে কানাচে’ তেমনটি নয়, কিছুটা অন্যরকম।’

ইউটিউব থেকে গানটি শুনে অনেকেই কমেন্ট করছেন গানটি নিয়ে। যেমন সুহানা যোগি নামে একজন লিখেছেন, ‘অনেক সুন্দর সুর, আসিফ আকবর এর কণ্ঠে গানের আবেগ, আবেদন পুরোপুরি প্রকাশিত হয়েছে। ভিডিওটাও অসাধারণ।’পলাশ নামে একজন লিখেছেন, ‘বিউটিফুল একটা গান। শুনে, দেখে অনেক ভালো লাগছে। গানের কথা যেমন দারুণ, আসিফ বসের গায়কিও তেমন অসাধারণ, সেই সঙ্গে মডেলিংও দারুণ।’

Advertisement

এমএবি/এলএ/এমএস