মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুতের ডিজিটাল প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছে তারা।
Advertisement
সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী শহরের প্রধান বাজার সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধন থেকে আগামী এক মাসের মধ্যে জেলার সকল প্রি-পেইড মিটার খুলে নিয়ে পূর্বের মিটার প্রতিস্থাপনের দাবি জানানো হয়। এসময়ের মধ্যে দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা। এছাড়া গ্রাহকদের পুলিশি হয়রানি বন্ধের দাবি জানায় মানববন্ধনকারীরা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এসময় বিক্ষুব্ধ জনতা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। পরে এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।
Advertisement
মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. ফারহাদ হোসেন আবিরের নেতৃত্বে এ কর্মসূচিতে উদীচী জেলা শাখার সাধারণ সম্পাদক ও নারী নেত্রী হামিদা খাতুনসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ অংশ নেন।
ভবতোষ চৌধুরী নুপুর/এমবিআর/আরআইপি