নতুন বেতন কাঠামো পেয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারি চাকুরিজীবীরা। খুশি কর্মকর্তারা। তবে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড না থাকায় কিছুটা অসন্তুষ্ট কর্মচারীরা। কিন্তু নতুক চমক বাৎসরিক বেতন বাড়ানোর ঘোষণায় আবার স্বস্তিও পেয়েছেন তারা।সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক নতুন বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার। পরে জাগো নিউজের মুখোমুখি হন বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।যুগ্মসচিব পদ মর্যাদার এক কর্মকর্তা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বিষয়টি দীর্ঘদিন ঝুলে ছিল। শঙ্কায় ছিলাম। যাই হোক শেষ পর্যন্ত অনুমোদন দেয়া হয়েছে। সরকারকে ধন্যবাদ। বিশেষ করে প্রধানমন্ত্রীকে।আরেক উপ-সচিব পদের কর্মকর্তা বলেন, পেনশনের হার বাড়ানো হয়েছে এটা ভালো খবর। একইভাবে নবনববর্ষ ভাতা নাকি চালু হয়েছে। এগুলো সরকারের কর্মকর্তা-কর্মচারী বান্ধব উদ্যোগ বলে মনে করেন এই উপ-সচিব।অন্যদিকে কর্মচারী হিসেবে সরকারি চাকরি করছেন এমন দু`জন বলেন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নাই। তাই ভয়ে ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তা সংস্কার করে নতুন চমক দিয়েছে সরকার। তবে বাস্তবায়ন হলে দেখা যাবে চিত্র কী দাঁড়ায়।তারা আরো বলেন, বেতন ভাড়ার হার ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে ৫ শতাংশ রাখা হয়েছে। এটি আরো কিছু বেশি করলে ভালো হতো আমাদের জন্য। যাই হোক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
Advertisement
## পে-স্কেলের সব খবর## অবশেষে মন্ত্রিসভায় অনুমোদন পেল নতুন পে-স্কেলএসএ/বিএ