জাতীয়

শ্রমিক অসন্তোষ কাজে লাগিয়ে নাশকতার পরিকল্পনা

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সাবেক দুই এমপিসহ ১৩ নেতা কর্মীকে আটক করেছে পল্লবী থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানায়, আগামী ঈদুল আজহায় গার্মেন্টস শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি ও এটাকে কাজে লাগিয়ে নাশকতার পরিকল্পনা করেছিল তারা।সোমবার মিরপুর-১১ এর সি ব্লকের ১০ নম্বর রোডের ৪ নম্বর বাসা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি লাঠি ও ২০টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।আটককৃতরা হলেন খুলনা ৫ আসনের সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার, রাজশাহীর ১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, কাফরুল থানা জামায়াত সভাপতি তসলিম আলম, আবুল কালাম আজাদ, মো. মুনসুর রহমান, মো. জাকির হোসেন, মো. জাহাঙ্গীর আলম, এবিএম নুরুউল্লাহ (মোহাম্মদউল্লাহ), মো. আবুল হাশেম, মো. সাব্বির, মজিবুর রহমান, হারুনুর রশিদ ও মো. আশরাফুল আলম ইকবাল।ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির পশ্চিম জোনের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান বলেন, আসামিরা মিরপুরের এই বাসায় ঈদুল আজহার আগে গার্মেন্টস সেক্টরে বেতন-ভাতা বকেয়ায় সৃষ্ট শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা তৈরির পরিকল্পনা করছিল। এজন্য তারা বোমা এনেছে এবং চট্টগ্রাম থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লাঠি আনিয়েছে। এই পরিকল্পনার সভাপতিত্ব করছিলেন জামায়াতের শ্রমিক ফেডারেশনের সভাপতি হারুনুর রশিদ।সাজ্জাদুর রহমান বলেন, কুরিয়ারে ভুয়া নাম ও ফোন নম্বর থাকায় প্রেরক সম্পর্কে জানা যায়নি। তবে তদন্তের স্বার্থে কুরিয়ার সার্ভিসের নামটি প্রকাশ করা যাচ্ছে না। আটক মিয়া গোলাম পারোয়ারের নামে সারাদেশে ১২টি এবং মুজিবুর রহমানের বিরুদ্ধে ৪৫টি মামলা রয়েছে।আটকদের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়ের করবে পুলিশ। মঙ্গলবার সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে তাদের রিমান্ড আবেদন করা হবে।## মিরপুরে জামায়াতের সাবেক দুই এমপিসহ আটক ১৩এআর/একে/বিএ

Advertisement