খুলনা মহানগরীর স্টেশন রোড এলাকার ফলের আড়তে বিক্রি হচ্ছে ফরমালিনযুক্ত আম। রোববার খুলনা মেট্রোপলিটন পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৩৫ কেজি ফরমালিন মেশানো আম জব্দ করে তা বিনষ্ট করে দেয়।
Advertisement
কেএমপির মুখপাত্র এডিসি (সদর) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, নগরীর বড় বাজারের (স্টেশন রোড এলাকায়) ফলের আড়তগুলোতে ফরমালিন মেশানো আম বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে রোববার অভিযান চালানো হয়।
ফলের আড়তে অভিযানকালে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ ল্যাবের মাধ্যমে আমের ফরমালিন পরীক্ষা করা হয়। পরীক্ষাকালে স্টেশন রোড এলাকার মেসার্স তানভীর বাণিজ্য ভান্ডার থেকে ৪৪ কেজি, মেসার্স ভাই ভাই বাণিজ্য ভান্ডার থেকে ৬৯ কেজি আম এবং মেসার্স লাকি ট্রেডার্স থেকে ফরমালিন মিশ্রিত ২২ কেজি আম জব্দ করে বিনষ্ট করা হয়।
কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন- বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম ও উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ।
Advertisement
আলমগীর হান্নান/এএম/পিআর